জীবন বিজ্ঞান সেট 1

1. নাইট্রোজেন বিহীন হরমোনের নাম - জিব্বেরেলিন
2. মানবদেহে স্নায়ু অন্তক্ষরা অঙ্গরূপে বিবেচিত হয় - হাইপোথ্যালামাস
3. রোটেশনে সাহায্যকারী পেশীর নাম - পাইরিফর্ম 
4. DNA অনুর থায়ামিন এর পরিপূরক বেসটির নাম - অ্যাডেনিন 
5. কোন কোন বিভাজনে নিউক্লিয়পর্দার বিলুপ্তি ঘটে না - অ্যামাইটোসিস
6. মাইটোসিস কোন বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়-  মেটাফেস 
7. মটর উদ্ভিদের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য - সবুজ বর্ণের ফলত্বক
8. হোলান্ড্রিক দিন বর্তমান - পুরুষের Y ক্রোমোজোমে
9. জীবনের উৎপত্তির রাসায়ানিক তত্ত্বটি প্রবর্তন করেন- ওপারিন ও হাল্ডেন
10. মেরিচিপ্পাসের উৎপত্তি হয়েছে কোন যুগে- মায়োসিন যুগে
12. উটের দেহে জল পাওয়া যায় - ফ্যাট বিপাকে
13. একটি গৌণ বায়ু দূষক - PAN
14. ভারতবর্ষে স্থাপিত প্রথম ন্যাশনাল পার্ক - কর্বেট
15. ওজন হোল কোন গ্যাসের জন্য হয় - নাইট্রাস অক্সাইড
16. মাছের মেরুদন্ডের দুপাশে অবস্থিত পেশির নাম - মায়টোম পেশী
17. গ্যামেট গঠনের পদ্ধতিকে কী বলা হয় - গ্যামেটোজেনেসিস
18. রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে - হিমোফিলিয়া A
19. জার্মাপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে- ভাইসম্যান
20. নিউম্যাটোফোর কোন উদ্ভিদে দেখা যায়- সুন্দরী
21. আরবারি অরন্যের প্রধান উদ্ভিদটি কী- লাল
22. উদ্ভিদের পাতায় কী প্রকার চলন দেখা যায় - তীর্যক আলোকবর্তি চলন
23. মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে - 22জোড়া(44টি)
24. দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত - 1:1:1:1
25. সুন্দরী গাছের কী প্রকার অঙ্কুরোদগম হয় - জরায়ুজ অঙ্কুরোদগম
26. ইউট্রফিকেশনের সাথেই BOD এর কিরূপ সম্পর্ক - ইউট্রফিকেশনে BOD বৃদ্ধি পায়
27. DDT কী প্রকার দূষক - অভঙ্গুর দূষক
28. ADH কোথা থেকে নিঃসৃত হয় - পশ্চাৎ পিটুইটারি থেকে
29. বীজপত্রের কোন বর্ণটি প্রকট - হলুদ
30. ভেদ বা প্রকরণ কার মতবাদ - ডারউইন এর
31. টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কিসের মতো দেখতে- ইংরেজি I অক্ষরের মতো
32. লোথিয়ান দ্বীপ কীসের জন্য বিখ্যাত - কুমীর প্রকল্পের জন্য
33. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ - নীলগিরি
34. সেরিব্রাল (গুরুমস্তিস্ক) হেমিস্ফেয়ার দুটি (বাম সেরিব্রাল ও ডান সেরিব্রাল)যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত তার নাম কী- কার্পাস ক্যালোসাম
35. সেরিবেলাম(লঘুমস্তিস্ক) হেমিস্ফেয়ার স্নায়ুযোজক দ্বারা যুক্ত তার নাম কী- ভারমিস
36. ভাবের জলে কোন হরমোন পাওয়া যায় - সাইটোকাইনিন
37. RNA তে থায়মিন এর পরিবর্তে কী থাকে - ইউরাসিল
38. β - গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনের ত্রুটির জন্য কোন প্রকার থালাসেমিয়া দেখা যায় - β থালাসেমিয়া
39. কোন্ রোগে মানুষ কোনো বর্ণই চিনতে পারে না - মনোক্রমাসি
40- পায়রার কোন্ বায়ু থলিটি সংখ্যায় একটি - ক্রেনীয়াল থোড়াসিক
41- মরু অভিযোজনে সাঙ্কেন স্টোমাটার ‌‌‌‌‌‌‌‌‌‌‌তাৎপর্যকী - বাস্পমোচন কমাতে সাহায্য করার জন্য স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলি সাঙ্কেন বা নিমজ্জিত হয়ে গেছে।
42- পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয় - সিঙ্গলিলা
43. হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন?
=> হরমোন নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে জীবদেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট স্থানে রাসায়নিক সংযোগ স্থাপন করে তাকে নিয়ন্ত্রণ করে তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে।
44. গ্লাইকোসুরিয়া কীভাবে ঘটে?
=> রক্তের গ্লুকোজের পরিমাণ 180mg (100cc) এর বেশী হলে মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে।
45. সাইনাপস কী?
=> দুটি নিউরোনের সংযোগস্থলে যেখানে একটি নিউরোনের শেষ ও অপর  নিউরোনের শুরু,  তাকে সাইনাপস, স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বলে।
46. সিস্মোন্যাস্টি ও থার্মন্যাস্টি চলনের একটি করে উদাহরণ দাও।
=> সিস্মোন্যাস্টি চলনের উদাহরণ- লজ্জাবতীর পাতা
     থার্মন্যাস্টি চলনের উদাহরণ - টিউলিপ ফুলের পাপড়ি
47. নিউক্লিওজোম গঠনে অংশগ্রহণকারী উপাদানগুলির নাম লেখ।
=> নিউক্লিওজোম পাঁচ প্রকার হিস্টোন এবং 200 টি নিউক্লিওটাইড জোড় DNA - তন্তু সহযোগে গঠিত।
48. স্যাটেলাইট কাকে বলে?
=> গৌণ খাঁজ যখন টেলোমিয়ারের কাছে অবস্থান করে তখন টেলোমিয়ারটি সমব্যাসবিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়, তাকে স্যাটেলাইট বলে।
49. স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ।
=> স্বপরাগযোগের একটি সুবিধা- নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন নেই
     স্বপরাগযোগের একটি অসুবিধা- স্বপরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার না হওয়ার কারণে পরিবর্তিত বা প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে অস্তিত্ত রক্ষা করতে পারে না।


 



Comments

Popular posts from this blog

আমাদের পরিবেশের উপর কার্বন ডাই অক্সাইড এর প্রভাব

হাজার দুয়ারী ( প‍্যালেস মিউজিয়াম)

physical science 1