জীবন বিজ্ঞান সেট 1
1. নাইট্রোজেন বিহীন হরমোনের নাম - জিব্বেরেলিন
2. মানবদেহে স্নায়ু অন্তক্ষরা অঙ্গরূপে বিবেচিত হয় - হাইপোথ্যালামাস
3. রোটেশনে সাহায্যকারী পেশীর নাম - পাইরিফর্ম
4. DNA অনুর থায়ামিন এর পরিপূরক বেসটির নাম - অ্যাডেনিন
5. কোন কোন বিভাজনে নিউক্লিয়পর্দার বিলুপ্তি ঘটে না - অ্যামাইটোসিস
6. মাইটোসিস কোন বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়- মেটাফেস
7. মটর উদ্ভিদের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য - সবুজ বর্ণের ফলত্বক
8. হোলান্ড্রিক দিন বর্তমান - পুরুষের Y ক্রোমোজোমে
9. জীবনের উৎপত্তির রাসায়ানিক তত্ত্বটি প্রবর্তন করেন- ওপারিন ও হাল্ডেন
10. মেরিচিপ্পাসের উৎপত্তি হয়েছে কোন যুগে- মায়োসিন যুগে
12. উটের দেহে জল পাওয়া যায় - ফ্যাট বিপাকে
13. একটি গৌণ বায়ু দূষক - PAN
14. ভারতবর্ষে স্থাপিত প্রথম ন্যাশনাল পার্ক - কর্বেট
15. ওজন হোল কোন গ্যাসের জন্য হয় - নাইট্রাস অক্সাইড
16. মাছের মেরুদন্ডের দুপাশে অবস্থিত পেশির নাম - মায়টোম পেশী
17. গ্যামেট গঠনের পদ্ধতিকে কী বলা হয় - গ্যামেটোজেনেসিস
18. রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে - হিমোফিলিয়া A
19. জার্মাপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে- ভাইসম্যান
20. নিউম্যাটোফোর কোন উদ্ভিদে দেখা যায়- সুন্দরী
21. আরবারি অরন্যের প্রধান উদ্ভিদটি কী- লাল
22. উদ্ভিদের পাতায় কী প্রকার চলন দেখা যায় - তীর্যক আলোকবর্তি চলন
23. মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে - 22জোড়া(44টি)
24. দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত - 1:1:1:1
25. সুন্দরী গাছের কী প্রকার অঙ্কুরোদগম হয় - জরায়ুজ অঙ্কুরোদগম
26. ইউট্রফিকেশনের সাথেই BOD এর কিরূপ সম্পর্ক - ইউট্রফিকেশনে BOD বৃদ্ধি পায়
27. DDT কী প্রকার দূষক - অভঙ্গুর দূষক
28. ADH কোথা থেকে নিঃসৃত হয় - পশ্চাৎ পিটুইটারি থেকে
29. বীজপত্রের কোন বর্ণটি প্রকট - হলুদ
30. ভেদ বা প্রকরণ কার মতবাদ - ডারউইন এর
31. টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কিসের মতো দেখতে- ইংরেজি I অক্ষরের মতো
32. লোথিয়ান দ্বীপ কীসের জন্য বিখ্যাত - কুমীর প্রকল্পের জন্য
33. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ - নীলগিরি
34. সেরিব্রাল (গুরুমস্তিস্ক) হেমিস্ফেয়ার দুটি (বাম সেরিব্রাল ও ডান সেরিব্রাল)যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত তার নাম কী- কার্পাস ক্যালোসাম
35. সেরিবেলাম(লঘুমস্তিস্ক) হেমিস্ফেয়ার স্নায়ুযোজক দ্বারা যুক্ত তার নাম কী- ভারমিস
36. ভাবের জলে কোন হরমোন পাওয়া যায় - সাইটোকাইনিন
37. RNA তে থায়মিন এর পরিবর্তে কী থাকে - ইউরাসিল
38. β - গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনের ত্রুটির জন্য কোন প্রকার থালাসেমিয়া দেখা যায় - β থালাসেমিয়া
39. কোন্ রোগে মানুষ কোনো বর্ণই চিনতে পারে না - মনোক্রমাসি
40- পায়রার কোন্ বায়ু থলিটি সংখ্যায় একটি - ক্রেনীয়াল থোড়াসিক
41- মরু অভিযোজনে সাঙ্কেন স্টোমাটার তাৎপর্যকী - বাস্পমোচন কমাতে সাহায্য করার জন্য স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলি সাঙ্কেন বা নিমজ্জিত হয়ে গেছে।
42- পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয় - সিঙ্গলিলা
43. হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন?
=> হরমোন নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে জীবদেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট স্থানে রাসায়নিক সংযোগ স্থাপন করে তাকে নিয়ন্ত্রণ করে তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে।
44. গ্লাইকোসুরিয়া কীভাবে ঘটে?
=> রক্তের গ্লুকোজের পরিমাণ 180mg (100cc) এর বেশী হলে মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে।
45. সাইনাপস কী?
=> দুটি নিউরোনের সংযোগস্থলে যেখানে একটি নিউরোনের শেষ ও অপর নিউরোনের শুরু, তাকে সাইনাপস, স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বলে।
46. সিস্মোন্যাস্টি ও থার্মন্যাস্টি চলনের একটি করে উদাহরণ দাও।
=> সিস্মোন্যাস্টি চলনের উদাহরণ- লজ্জাবতীর পাতা
থার্মন্যাস্টি চলনের উদাহরণ - টিউলিপ ফুলের পাপড়ি
47. নিউক্লিওজোম গঠনে অংশগ্রহণকারী উপাদানগুলির নাম লেখ।
=> নিউক্লিওজোম পাঁচ প্রকার হিস্টোন এবং 200 টি নিউক্লিওটাইড জোড় DNA - তন্তু সহযোগে গঠিত।
48. স্যাটেলাইট কাকে বলে?
=> গৌণ খাঁজ যখন টেলোমিয়ারের কাছে অবস্থান করে তখন টেলোমিয়ারটি সমব্যাসবিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়, তাকে স্যাটেলাইট বলে।
49. স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ।
=> স্বপরাগযোগের একটি সুবিধা- নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন নেই
স্বপরাগযোগের একটি অসুবিধা- স্বপরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার না হওয়ার কারণে পরিবর্তিত বা প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে অস্তিত্ত রক্ষা করতে পারে না।
Comments