আমাদের পরিবেশের উপর কার্বন ডাই অক্সাইড এর প্রভাব

আমাদের বায়ুমন্ডলের মাত্র 0.03% কার্বন ডাই অক্সাইড। বিশ্ব উষ্ণায়নের জন্য বায়ুর অন্যান্য উপাদান যেমন জলীয়বাষ্প ধূলিকণা এবং বিভিন্ন রাসায়নিক যৌগ যেগুলি বায়ুকে দূষিত করে সেগুলির থেকেও কার্বন ডাই অক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য অধিক দায়ী। যেখানে বায়ুমণ্ডলের 78 শতাংশ নাইট্রোজেন ও 21 শতাংশ অক্সিজেন সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্র 0.03%। এত কম পরিমাণে থাকা সত্ত্বেও এর প্রভাব এতটাই বেশি যে এর সামান্য বৃদ্ধিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের দৈনন্দিন কার্যপ্রণালী মূলত এই কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জন্য দায়ী। কার্বন ঘটিত যৌগগুলির দহনে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যায় কাঠ কয়লা থেকে যে ধোঁয়া নির্গত হয় তা সাধারণত কার্বন-মনোক্সাইড যা আমরা চোখে দেখি কিন্তু যেটি দেখা যায় না সেটি কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন-ডাই-অক্সাইড চোখে দেখা যায় না। এছাড়াও যানবাহন কলকারখানা থেকেও কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পায় ।পরিবেশের উপর এর গভীর প্রভাব পড়ে। মেরুঅঞ্চলের বরফ গলতে শুরু করে, ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়। মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়ই সাথে আমাদের সাধারন বাস্তু তন্ত্র গুলিও এর প্রভাবে বিঘ্নিত হয়,জলবায়ু পরিবর্তিত হয়। ফলে খরা, অনাবৃষ্টি, বন্যা এসব দেখা যায়। এর ফলে ফসলের ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে ক্ষতিকর প্রভাব পড়ে দেশের ওপর।
এর প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের চিরাচরিত শক্তির ব্যবহার কমাতে হবে এবং অপ্রচলিত শক্তি যেমন সৌর শক্তি, জলশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে।

Comments

Popular posts from this blog

হাজার দুয়ারী ( প‍্যালেস মিউজিয়াম)

physical science 1