সাধারণ জ্ঞান 1

1) জরায়ুজ প্রাণী - যেসব প্রাণী মাতৃগর্ভে জন্মলাভ করে 

2) মানুষের দেহের দীর্ঘতম হাড় - ফিমার

3) কে মানুষের দেহের হৃৎপিণ্ড সর্বপ্রথম স্থানান্তর করেন - খ্রিস্টিয়ান বামার্ড।

4) কুকুরের জলাতঙ্কের জন্য দায়ী ভাইরাস - রেবদো/  র্্যাবীস  ভাইরাস

5) প্রথম প্রতিস্থাপিত মানব অঙ্গ - কিডনি 1946 সালে Dr. রিচার্ড লরা শিকাগো তে।

6) পরিণত মানুষের দেহে জল থাকা উচিত - 20 লিটার

7) পুঁজ কী - মৃত দুর্গন্ধযুক্ত শ্বেত রক্তকণিকা

8)পরিণত মানুষের পাকস্থলী খাদ্য ধারণ করে - 5 লিটার

9) ক্যান্সার সৃষ্টকারী পদার্থ - কারসিনোজেন।

10) প্রথম আবিষ্কৃত মনুষ্য ভাইরাস - ইয়েলো ফিভার ভাইরাস

11) এফিড্রিন - শ্বাসকষ্ট, হাপানি, ব্রঙ্কাইটিস ও ফুসফুসের যাবতীয় রোগ

12) চোখের ছানি - চোখের লেন্সের ওপরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে লেন্সটিকে ঘোলা করে তোলে 

13) মলের বর্ন হলুদ কেন - পিত্তরস মিশ্রিত হওয়ার কারণে

14) মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কোন ভাইরাস - এইডস

15)প্রথম টেস্টটিউব বেবী জন্মের জন্য কোন ডাক্তার এর অবদান? - প্যাট্রিক ক্রিস্টোফার স্টেপটই / সুভাষ মুখার্জী (ভারত)

Comments

Popular posts from this blog

আমাদের পরিবেশের উপর কার্বন ডাই অক্সাইড এর প্রভাব

হাজার দুয়ারী ( প‍্যালেস মিউজিয়াম)

physical science 1