নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিড
নিউক্লিক অ্যাসিড
কতগুলো নিউক্লিওটাইড একত্রে শৃঙ্খলাকারে যে জৈব যৌগ গঠনের মাধ্যমে জিন বস্তুরূপে কোশে উপস্থিত থাকে বা জিন বস্তুর প্রকাশে সাহায্য করে তাকে নিউক্লিক অ্যাসিড বলে।
নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক নিউক্লিওটাইড।
অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কতগুলো নিউক্লিওটাইড একত্রে গঠিত
নিউক্লিওটাইড
এটি মূলত 3 টি উপাদান দিয়ে তৈরি।
1) ফসফোরিক অ্যাসিড (ফসফেট)(H3PO4)
2) পেন্টোজ শর্করা (রাইবোজ , RNAতে উপস্থিত, ডি-অক্সি রাইবোজ, DNAতে উপস্থিত)
3) নাইট্রোজেন বেস - এটি মূলত 2প্রকার
১) পিরিমিডিন - সাইটোসিন (C), থায়ামিন (T), কেবল DNAতে থাকে, ইউরাসিল (U) কেবল RNA তে থাকে
২) পিউরিন - অ্যাডেনিন(A), গুয়ানিন(G)
রাইবোজ সুগার ও নাইট্রোজেন বেসকে একত্রে নিউক্লিওসাইড বলে।
অর্থাৎ নিউক্লিওটাইড= নিউক্লিওসাইড+ ফসফেট
সাইটোসিন (C) আর গুয়ানিন(G) 3 টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে।
DNA তে অ্যাডেনিন(A)=থায়ামিন (T) এ দুটি হাইড্রোজেন বন্ড থাকে ।
একই রকম
RNA তে অ্যাডেনিন(A) আর ইউরাসিল (U) 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে।
Comments