physical science 1

1. প্রকৃতিতে প্রাপ্ত যে যৌগে N2 আবদ্ধ থাকে - চিলি সল্ট পিটার।
2. জলে কোন আয়ন এর উপস্থিতি মরচে ধরা ত্বরান্বিত করে - Cl -
3. বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যাবহার করা হয় - ইথিলিন
4. CFC বায়ুমণ্ডলের কোন গ্যাস ধ্বংস করে - ওজন O3
5. গ্যাসীয় জ্বালানি গুলির মধ্যে কোনটির তাপান মূল্য সর্বাধিক - H2 
6. চার্লস এর সূত্রে V-T লেখচিত্রের প্রকৃতি কীরূপ - মুলবিন্দুগামি সরলরেখা।
7. গ্যাসের অনুর গতিশক্তির সাথে উষ্ণতার সম্পর্ক কীরূপ - সমানুপাতিক
8. তেজস্ক্রিয়তার SI একক কি - বেকারেল (Bq)
9- ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো - উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক।
10. হিটারে তড়িৎ প্রবাহের কোন ধর্মকে কাজে লাগানো হয় - তড়িৎ প্রবাহের তাপীয় ফল
11. কোনো পরিবাহীর রোধাংক পরিবাহীর দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হয় - অপরিবর্তিত থাকে।
(রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় কিন্তু রোধংক পদার্থের নিজস্ব ধর্ম যা শুধুমাত্র উষ্ণতার সাথে পরিবর্তিত হয়)
12. ওহমের সূত্রে ধ্রুবক কী - রোধ
13. অ্যালুমিনিয়াম এর একটি উৎস বা আকরিক - বক্সাইট
14. আয়রন এর একটি উৎস বা আকরিক - ম্যাগনেটাইট।
15 আসেটিক অ্যাসিড কী প্রকার তড়িৎ বিশ্লেষ্য - মৃদু তড়িৎ বিশ্লেষ্য
16. নেসলার বিকারক কাকে বলে- পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড
17. অ্যাসিটিলিনের মধ্যে কী প্রকার‌ বন্ধন উপস্থিত - সমযোজী ত্রিবন্ধন
18. ক্যাথোড ব্যাটারির কোন মেরুতে অবস্থান করে - ঋণাত্মক মেরু
19. তড়িৎলেপনের একটি উপযোগিতা লেখ- ধাতুর স্থায়ীত্ব বাড়ানোর জন্য
20. ক্যাটায়ন কী- পরমানুর থেকে ইলেকট্রন অপসারণ বা ধণাত্মক আধান বিশিষ্ট আয়নকে  ক্যাটায়ন বলে
21. বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড সনাক্ত করা সম্ভব - নাইট্রিক অ্যাসিড
22. অ্যালকোহলে উপস্থিত কার্যকারী মূলক - (-OH) মূলক
23. কাচা ফল পাকানোর জন্য কোন জৈব যৌগ ব্যাবহার করা হয় - ইথিলিন
24. গ্রুপ 17 এর কোন মৌলটির আকার সবথেকে ছোট - ফ্লুরিন।
25. ওজন স্তর আমাদের কি উপকার করে?
Ans - ওজন স্তর মূলত একটি কাজ করে কিন্তু তার উপকার অনেক। ওজন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে। ফলে ভূপৃষ্ঠের উষ্ণতার অত্যধিক বৃদ্ধি পায় না। ফলে জলস্তর নিয়ন্ত্রিত থাকে, কারণ জলীয় বাষ্পের উৎপাদন বৃদ্ধি না।আর সর্বোপরি এই অতিবেগুনি রশ্মি প্রাণীদেহে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। তাই বলা যায় ওজনস্তর প্রাণীদের ত্বক ক্যান্সার হতে রক্ষা করে ।

Comments

Popular posts from this blog

আমাদের পরিবেশের উপর কার্বন ডাই অক্সাইড এর প্রভাব

হাজার দুয়ারী ( প‍্যালেস মিউজিয়াম)