পক্স রোগ

গ্রাম অঞ্চলে বসবাসকারী অনেকে শুনেছে এমন একটা রোগ যাকে অনেকে বলেন "মায়ে দয়া করেছে" আসলে এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অর্থাৎ পক্স ভাইরাস এর আক্রমণ করার ফলে এই রোগটি হয়। সারা গায়ে অসহ্য ব্যথা। সাধারণত ভাইরাস এর একটি বিশেষ ধর্ম হচ্ছে এরা অনুকূল পরিবেশ পেলে দ্রুত সংখ্যায় বৃদ্ধি পায় আর প্রতিকূল পরিবেশে জড় পদার্থের মত আচরণ করে। আর আমরা বসবাস করছি ভাইরাস, ব্যাক্টেরিয়ার সমুদ্রের মধ্যেই।


যাই হোক আসা যাক পক্স রোগের বিষয়ে। এমন ব্যাক্তি পাওয়া খুব দুস্কর যে কোন সময় এই রোগটি দ্বারা আক্রান্ত হয় নি তবু দেখা যায় একই ব্যাক্তি একাধিক বার এই রোগের দ্বারা খুব কমই আক্রান্ত হয়েছে। এর সাধারণ কারণ আমাদের শরীরের অনাক্রম্যতা। যখন কোনো ভাইরাস আমাদের শরীরের ভেতর প্রবেশ করে তখন তাকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরের ভেতর অ্যান্টিবডি তৈরি হয়। আর এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী ওই অ্যান্টিবডি তৈরি হয়। আর এই অ্যান্টিবডি ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। এই অ্যান্টিবডি তৈরি করার জন্য আমাদের শরীরের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই বলে প্রোটিন, ফ্যাট সমৃদ্ধ খাবার নয়। আসলে এক্ষেত্রে শরীর ঠাণ্ডা রাখার মতো খাবার, আর বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার খেতে হবে। যার ফলে অ্যান্টিবডি তৈরি হয় দ্রুত। আর এই অ্যান্টিবডি সরাসরি ভাইরাস এর ওপর আক্রমণ করে। এদের ভেঙে ফেলে যার ফলে এই ভাইরাসগুলি মৃত ভাইরাস এর মত আচরণ করে। আর কোনো ভাইরাস এর পরম শত্রু এই মৃত ভাইরাস। কারণ প্রকৃত অর্থে এই মৃত ভাইরাসই অ্যান্টিভাইরাস, কারণ একবার যথেষ্ট পরিমাণ অ্যান্টিভাইরাস তৈরি হয়ে গেলে তখন এই অ্যান্টিভাইরাসই ভাইরাস এর কোষ ভেঙে এদের মৃত ভাইরাস এ পরিণত করে যা ভাইরাসের মতো ঘাতক ব্যাধি সৃষ্টি করে না। আসলে ভাইরাস ক্ষতি করলেও অ্যান্টিভাইরাস ভাইরাসের বিরুদ্ধে টিকার কাজ করে। আর কোনো রোগ হতে রক্ষা পেতে অবশ্যই চিকৎসকের পরামর্শ নিন।

Comments

Popular posts from this blog

আমাদের পরিবেশের উপর কার্বন ডাই অক্সাইড এর প্রভাব

হাজার দুয়ারী ( প‍্যালেস মিউজিয়াম)

physical science 1