অ্যাডাক্টর ও অ্যাবডাক্সন পেশী
অ্যাবডাক্সন পেশী যে সকল পেশীর সংকোচন এর জন্য দেহের কোন অঙ্গ দেহের মধ্যভাগ থেকে দূরে সরিয়ে নিতে সক্ষম হয়, তাদের অ্যাবডাক্সন পেশী বলে। উদাহরণ হিসেবে বলা যায় ডেলটয়েড পেশীর সংকোচন এর জন্য আমরা আমাদের হাত দুটি ওপরে তুলতে পারি। অ্যাডাক্টর পেশী যে সকল পেশীর সংকোচন এর জন্য দেহের কোন অঙ্গ দূর থেকে দেহের মধ্য ভাগের দিকে নিতে সক্ষম হয়, তাদের অ্যাডাক্টর বা অ্যাডাক্শন পেশী বলে। উদাহরণ হিসেবে বলা যায় পেক্টোরালিস মেজর ও ল্যাটিসিমাস ডরসি এই দুই পেশীর সংকোচন এর সাহায্যে আমরা আমাদের হাত দুটি নিচে নামাতে পারি।