সংজ্ঞা: ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ভূপৃষ্ঠকে ঘিরে রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলে। উপাদান: বায়ুমণ্ডল মূলত তিন প্রকার উপাদান দ্বারা গঠিত। 1) বিভিন্ন গ্যাসীয় উপাদান,2) জলীয় বাষ্প,3) ধূলিকণা 1) গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদান গুলির মধ্যে নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাই অক্সাইড 0.03%এছাড়া বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন, হিলিয়াম, নিয়ন, কৃপ্টন, জেনন,এদের মধ্যে আর্গন (Ar) প্রায় 0.93% বায়ুমণ্ডলে উপস্থিত। এছাড়া নাইট্রোজেন এর বিভিন্ন অক্সাইড, হাইড্রোজেন, অ্যামোনিয়া,মিথেন, কার্বন মনো অক্সাইড, ওজন গ্যাস, খুব কম পরিমানে থাকে। 2) জলীয় বাষ্প সূর্যের তাপে বিভিন্ন জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এছাড়া বিভিন্ন কলকারখানা প্রচুর পরিমাণ জল বাষ্পীভূত করে। আমাদের দৈনন্দিন ক্রিয়া কলাপেও কিছু জল বাষ্পীভূত হয়ে এই বায়ুমণ্ডলে মিশে যায়। ঋতু অনুযায়ী এবং আবহাওয়ার গতিপথ পরিবর্তন করার জন্য বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমানে তারতম্য হয়। যেমন ভারতে দখিনা বাতাস এ বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প বৃদ্ধি পা...